Site icon Jamuna Television

মশার কয়েল থেকে লাগা আগুনে বৃদ্ধার মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে রাবিয়া বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ঘটনার রাতে ওই বৃদ্ধা একাই তার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন ধরে যায়। আগুনে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে সবাই টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মন্ডল বলেন, ঘটনার রাতে বৃদ্ধা একাই ঘরে ছিলেন। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি সম্পূর্ণ ঘর পুড়ে গেছে। একই সঙ্গে বৃদ্ধা রাবিয়া বেগমও দগ্ধ হয়ে কয়লা হয়ে গেছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ৯৯৯ এ ফোনে আমাদের সহযোগিতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, ওসি আব্দুর রহিম মোল্যা, মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম খাঁ।

ইউএইচ/

Exit mobile version