Site icon Jamuna Television

দিল্লি মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি, ‘বিশেষ কারণে’ হুমকিদাতাকে গ্রেফতার করেনি পুলিশ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন একটি পুলিশ বুথে ফোন করে এ হুমকি দেয়া হয়। এরই মধ্যে হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ। তবে বিশেষ একটি কারণে তাকে গ্রেফতার করা হয়নি বলে জানানো হয়েছে। খবন আনন্দবাজার পত্রিকার।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে এ হুমকি দেয়া হয়। পুলিশ বুথে ফোন করে জানানো হয়, দিল্লি মুখ্যমন্ত্রীকে হত্যা করা হবে। ফোনে হুমকিদাতা কোনো পরিচয় না দিলেও ফোন নাম্বারের মাধ্যমে তাকে শনাক্ত করে পুলিশ। তবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ বলছে, ৩৮ বছর বয়সী হুমকিদাতা আসলে মানসিক ভারসাম্যহীন। দিল্লির একটি মানসিক হাসপাতালে তার চিকিৎসাও চলছে। ফলে তাকে গ্রেফতার করেনি পুলিশ। তবে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে ওই ব্যক্তিকে।

এসজেড/

Exit mobile version