Site icon Jamuna Television

এভারটনের নতুন কোচ শন ডাইচ

ছবি: সংগৃহীত

নতুন কোচ হিসেবে শন ডাইসকে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্লাব এভারটন। ২০২৫ সালের জুন পর্যন্ত আড়াই বছরের মেয়াদে ক্লাবটির দায়িত্বে থাকবেন বার্নলির সাবেক এই কোচ। আর্সেনালের বিপক্ষে ৪ ফেব্রুয়ারি গুডিসন পার্কের ম্যাচের মাধ্যমে এভারটনে শুরু হতে যাচ্ছে শন ডাইচের অধ্যায়।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এভারটনের ওয়েবসাইট। সব ধরনের প্রতিযোগিতায় শেষ ১০ ম্যাচে জয়ের স্বাদ পায়নি এভারটন। যার খেসারত গুনতে হয় সাবেক কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। তাকে বরখাস্ত করার সপ্তাহখানেকের মধ্যেই নতুন কোচ হিসেবে শন ডাইচকে নিয়োগ দেয় ইংলিশ ক্লাবটি। লিগে ২০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ নম্বরে অবস্থান এভারটনের। জয় মাত্র তিনটি। এর আগে, প্রায় এক দশক বার্নলির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাইচ।

এভারটনের দায়িত্ব নিয়ে শন ডাইচ বলেন, সম্মানিত বোধ করছি। কোচিং স্টাফদের সাথে ক্লাবটিকে ভালো অবস্থানে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা কাজ করবো। ক্লাবের ফ্যান বেইজের ফুটবল উন্মাদনা সম্পর্কে আমি জানি। তাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির সামঞ্জস্য ঘটানোই হবে প্রধান কাজ। এভারটন ক্লাব যে নীতির উপর প্রতিষ্ঠিত, তার উত্তরণ ঘটানোর জন্য ঘাম ঝরিয়েই শুরু হবে আমাদের চ্যালেঞ্জ।

আরও পড়ুন: ‘ট্রফিটা যেন ডাকছিল, এখন আমাকে স্পর্শ করতে পারো’

/এম ই

Exit mobile version