Site icon Jamuna Television

চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ খুন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় শুকুর আলী (৬৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মনোয়ার খান, আল আমিন ও আহাম্মদ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন নিহত শুকুর আলী ও মনোয়ার খান, আলামিন, আহাম্মদ গংদের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। আজ সকালে তাদের জমির একটি সীমানা তুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শুকুর আলী ও অপরপক্ষের আলামিন আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আলামিন বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

ইউএইচ/

Exit mobile version