Site icon Jamuna Television

সেলিম প্রধানের জামিন ইস্যুতে বিচারকের লিখিত ব্যাখ্যা চান হাইকোর্ট

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অনলাইন ক্যাসিনো হোতা সেলিম প্রধানকে জামিন দেয়া নিম্ন আদালতের বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ ব্যাখা চান। আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ সংক্রান্ত ব্যাখা দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৫ জানুয়ারি নিম্ন আদালতে দেয়া সেলিম প্রধানের জামিন স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে কেন তার জামিন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন।

২০১৯ সালে শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর রাজধানীর গুলশান ও বনানীতে তার বাসা ও অফিসে অভিযান চালায় র‍্যাব। এ সময় নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদক।

/এমএন

Exit mobile version