Site icon Jamuna Television

‘মাশরাফীর চোট গুরুতর নয়’

ছবি: সংগৃহীত

চলতি বিপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কের নেতৃত্বে দুর্বার গতিতে ছুটছে দলটি। তবে, খুলনার বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) সকালে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার আগে টিম ম্যানেজার নাফিস ইকবাল খান জানান, চোট গুরুতর নয়, আপাতত শঙ্কার কারণ নেই। টুর্নামেন্টের বাকি অংশেও মাশরাফীকে পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।

ইনজুরির সাথে মাশরাফীর বন্ধুত্বটা বিশ্ব ক্রিকেটের ইতিহাসেই অনির্বচনীয় এক অধ্যায়। বিপিএলে খুলনার বিপক্ষে দারুণ এক জয়ের ম্যাচে সেই ইনজুরির দেখা আরও একবার পেলেন সিলেটের অধিনায়ক। ব্যক্তিগত ৩য় ওভারের ১ম বলে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ম্যাশ। তবে ঘরের মাটিতে জয় দিয়ে ঠিকই সিলেট পর্ব শেষ করেছে তার দল। ভক্তরা জানতে চাইছেন কি অবস্থায় রয়েছে মাশরাফীর ইনজুরি? তবে, শঙ্কার কারণ নেই বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন সিলেটের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান।

নাফিস জানান, মাশরাফীর ইনজুরি গুরুতর নয়, আপাতত শঙ্কার কারণ নেই। আগামী ম্যাচ থেকেই তাকে দলে পাবো।

ফলে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। টুর্নামেন্টের বাকি পথটুকুতেও মাঠে দেখা যাবে মাশরাফীকে।

/আরআইএম

Exit mobile version