Site icon Jamuna Television

১২০ কিলোমিটার রেঞ্জের মিসাইল ফায়ারিংয়ের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

প্রথমবারের মতো ১২০ কিলোমিটার রেঞ্জের মিসাইল ফায়ারিংয়ের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ঘণ্টাব্যাপী ফায়ারিংয়ের মধ্য দিয়ে সূচনা হলো এ ঐতিহাসিক যুগের।

সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের টাইগার এমএলআরএস এর যৌথ জাহাজীকরণোত্তর ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যরত সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন যুগোপযোগী এক পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন মিসাইল ফায়ারিং নিঃসন্দেহে একটি উল্লেখ্যযোগ্য ঘটনা।

/এসএইচ

Exit mobile version