Site icon Jamuna Television

নিজের মৃত্যুর খবর রটাতে নিজের মতো দেখতে তরুণীকে খুন

ছবি: সংগৃহীত

নিজের মৃত্যুর খবর রটাতে নিজের মতো দেখতে আরেকজনকে খুন করে পলাতক হয়েছিলেন জার্মান এক তরুণী। খবর ইয়াহু নিউজ’র।

প্রতিবেদনে বলা হয়, পারিবারিক ঝামেলা এড়াতে গা-ঢাকা দিতে চেয়েছিলেন ওই তরুণী। তার আগে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়াতে অবিকল তার চেহারার সমবয়সী এক তরুণীকে খুন করেন। ওই তরুণীকে খুনের অভিযোগে গত আগস্টে এক জার্মান-ইরাকি তরুণী এবং তার পুরুষ বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন তদন্তের পর হত্যার রহস্য উদঘাটন হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত সারাবান পারিবারিক সমস্যার কারণে আত্মগোপনে যেতে চেয়েছিলেন। আত্মগোপনে যাওয়ার আগে তার মতো দেখতে কাউকে খুন করে নিজের মৃত্যুর নাটক সাজাতে চেয়েছিলেন সারাবান। তাই অনেক দিন ধরেই খুনের পরিকল্পনা করছিলেন তিনি। শেষমেশ গত আগস্টে খাদিদজা নামের এক তরুণী তার সাথে দেখা করতে সম্মত হয়।

এ সময় পুরুষ বন্ধুকে নিয়ে হেইলব্রনের বাড়ি থেকে তাকে গাড়িতে তুলে নেন সারাবান। এরপর ইঙ্গলস্টাড দিয়ে ফেরার সময় একটি জঙ্গলে তাকে গাড়ি থেকে নামিয়ে খুন করেন।

স্থানীয় গণমাধ্যমের দাবি ৫০ বারেরও বেশি ছুরিকাঘাত করা হয় ওই তরুণীকে। পরে ভুক্তভোগীকে গাড়িতে রেখে পালিয়ে যান তারা।

/এনএএস

Exit mobile version