Site icon Jamuna Television

১০৬ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ

১০৬ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। দলবদলের শেষ দিনে ইতালিয়ান ক্লাব বেনফিকা থেকে অবশেষে ব্লুজ শিবিরে নাম লেখালেন মিডফিল্ডার এনজো।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তরুণ এনজো ফার্নান্দেজ। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এরপর থেকেই টাকার থলি নিয়ে এনজোকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইউরোপের ক্লাবগুলো। তবে সেই দৌড়ে বরাবরই এগিয়ে ছিল চেলসি। নতুন মালিক টড বেহলি এবং কোচ গ্রাহাম পটার মিলে ঢেলে সাজাচ্ছেন ব্লুদের। শেষ পর্যন্ত ইপিএল ট্রান্সফারের রেকর্ড গড়ে এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ালো ইউরোপিয়ান ক্লাবটি।

২০৩১ সালের জুন পর্যন্ত সাড়ে আট বছরের চুক্তিতে ব্লুজ শিবিরে যাচ্ছেন এনজো। ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের ইতোমধ্যে মেডিকেল টেস্টও সম্পন্ন হয়েছে। এই ট্রান্সফারের ফলে মোট ৮ ফুটবলারকে কিনতে রেকর্ড সাড়ে পাঁচশ’ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে চেলসি।

ইউএইচ/

Exit mobile version