Site icon Jamuna Television

দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়লো অস্ট্রেলিয়ান ওপেন

দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়েছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন। আয়োজকেরা জানিয়েছেন ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৯ জানুয়ারি শেষ হওয়া এই টুর্নামেন্টে দর্শক উপস্থিতি ছিল ৯ লাখেরও বেশি।

গ্র্যান্ড স্লাম টেনিসের ইতিহাসে এটি রেকর্ড দর্শক সমাগম। এর আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ান ওপেনেই। ২০২০ সালের টুর্নামেন্টে ৮ লাখ ১২ হাজার ১৭৪ জন দর্শক দেখেছিল অস্ট্রেলিয়ান ওপেন। এবারের টুর্নামেন্ট সেই রেকর্ড ভেঙে দিলো।

কোভিড মহামারির কারণে বিধিনিষেধ থাকায় ২০২১ ও ২০২২ সালে দর্শক উপস্থিতি তেমন ছিল না। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সব মিলিয়ে এবার অস্ট্রেলিয়ান ওপেনে উপস্থিত হওয়া দর্শক সংখ্যা ৯ লাখ ২ হাজার ৩১২ জন।

ইউএইচ/

Exit mobile version