Site icon Jamuna Television

এবারের হজ প্যাকেজের মূল্য নির্ধারণ

এবারের হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় এবার হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারিত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ প্যাকেজ নিয়ে ব্রিফিং করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সেখানে জানানো হয়েছে, বেসরকারি হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৯০৭ টাকা। এই মূল্য কমতেও পারে, বাড়তেও পারে বলে জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার কোটা অনুযায়ী হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। বিমান ভাড়া এবং রিয়েলের দর বৃদ্ধির কারণে আগের চেয়ে এবারের হজ প্যাকেজের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে, হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ সঠিক হয়নি বলে অভিযোগ করেছে হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা উচিত ছিল বলে মন্তব্য করেছে সংগঠনটি।

/এম ই

Exit mobile version