Site icon Jamuna Television

নেইমারকে ছাড়াই রাতে মাঠে নামবে পিএসজি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বিরতির পর বাজে সময় কাটাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই। লিগ ওয়ানে শেষ ৩ ম্যাচে ২টিতেই হেরেছে একঝাঁক তারকায় ঠাসা দলটি। তারই মাঝে, ইনজুরিতে পড়েছেন পিএসজির অন্যতম তারকা নেইমার। পেশিতে চোট পেয়েছেন তিনি। তাই লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ছাড়াই মাঠে নামবে মেসি-এমবাপ্পেরা।

মঁপেলিয়ের মাঠ স্তাদে লা মসন স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায়। শীর্ষস্থান ধরে রাখতে হলে জয়ের বিকল্প নেই পিএসজির কাছে। তাদের থেকে মাত্র ৩ পয়েন্ট কম নিয়ে কাঁধে নিঃশ্বাস ফেলছে আরেক ফরাসি ক্লাব লেঁস। জয়ের জন্য তাই মুখিয়ে থাকবে মেসি-এমবাপ্পেরা।

নেইমারের ইনজুরি এতটা গুরুতর নয়। কিন্তু নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না পিএসজি। মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচের জন্য নেইমারকে দলে রাখা হয়নি বলে জানিয়েছে ক্লাবটি। নেইমারের পেশিতে কিছু সমস্যা দেখা গেছে বলেও নিশ্চিত করেছে ক্লাব। সেই সমস্যার জন্য কয়েকদিন চিকিৎসকের অধীনে থাকবেন তিনি। তবে চোট খুব একটা গুরুতর নয়। তবে আগামী শনিবারের ম্যাচেই ব্রাজিলীয় তারকাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

/আরআইএম

Exit mobile version