Site icon Jamuna Television

ভোলায় খাবারের সন্ধানে লোকালয়ে আসা হরিণ উদ্ধার

উদ্ধারকৃত হরিণটিকে ঘিরে উৎসুক জনতার ভিড়।

ভোলা প্রতিনিধি:

ভোলায় খাবার সন্ধানে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা। হরিণটির ওজন ২০-২৫ কেজি বলে জানিয়েছে বন বিভাগ।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চাতলা গ্রাম থেকে ওই হরিণটিকে উদ্ধার হয়।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খাবার ও মিঠা পানির সন্ধানে বের হওয়া হরিণটি পথ হারিয়ে লোকালয়ে প্রবেশ করে। এরপর ওই এলাকায় আসার পরে স্থানীয়দের দেখতে পেয়ে হরিণটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা হরিণটিকে পুকুর থেকে উদ্ধার করে বন বিভাগ ও থানায় খবর দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে আমরা হরিণটিকে উদ্ধার করি। হরিণটি সম্পূর্ণ সুস্থ ছিল। উদ্ধার হওয়া হরিণটিকে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের চর উরলের ম্যানগ্রোভ বনে অবমুক্ত করা জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version