Site icon Jamuna Television

চিনির বাজারে সংকট কাটছে না

খোলা চিনি। ফাইল ছবি।

চিনির বাজারে সংকট কাটছে না। মোকামে কমেছে সরবরাহ। বেঁধে দেয়া দামেও মিলছে না চিনি। ক্রেতাদের অভিযোগ, বাধ্য হয়ে বাড়তি দাম দিয়ে চিনি সংগ্রহ করতে হচ্ছে তাদের।

খুচরা বাজারে খোলা চিনির ক্ষেত্রে কেজিপ্রতি ৫ টাকা বৃদ্ধি করে আজ বুধবার থেকে নতুন দর কার্যকর হয়েছে। কিন্তু বিক্রেতারা বলছেন, মিলগেট থেকে নির্ধারিত দরে চিনি মিলছে না। তাই নতুন দরে চিনি বিক্রি করা সম্ভব হচ্ছে না।

নতুন দর অনুযায়ী, প্রতিকেজি খোলা চিনির দাম ১০৭ টাকা। প্যাকেটজাত চিনির জন্য গুনতে হবে ১১২ টাকা। ক্রেতাদের অভিযোগ, খোলা ও প্যাকেটজাত চিনির জন্য ১১২ থেকে ১২০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

/এমএন

Exit mobile version