Site icon Jamuna Television

দুই বছর ধরে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

মিয়ানমারে সামরিক জান্তার শাসনকে 'আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার দুই বছর' হিসেবে আখ্যা দিয়েছেন টম অ্যান্ড্রুজ।

ক্ষমতাগ্রহণের দুই বছর পরও যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে লিপ্ত মিয়ানমারের জান্তা- এমন মন্তব্য করেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ। ভাষণে সামরিক জান্তার দু’বছরের শাসনকে টম অ্যান্ড্রুজ আখ্যা দেন ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার দুই বছর’ হিসেবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) মিয়ানমারের সেনাশাসন বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ।

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় হিসেবে মিয়ানমারে আমাদের ভূমিকা নিয়ে আমাদেরই আরও ভাবা উচিত। মিয়ানমার জান্তার বৈধতা বিষয়ক স্বীকৃতি দেয়া কতটা গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করতে হবে। কারণ, তাদের টিকে থাকতে মাত্র তিনটি জিনিস প্রয়োজন। অর্থ, অস্ত্র ও বৈধতা। মিয়ানমারের জনগণের চোখে জান্তার কোনো বৈধতা নেই।

প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে জান্তার পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাজারো নিরীহ মানুষ। পুড়িয়ে দেয়া হয় ৩৮ হাজার বাড়িঘর। বাস্তুচ্যুত হন অন্তত ১২ লাখ মানুষ। আর দেশ ছেড়েছেন অন্তত ৭০ হাজার নাগরিক।

জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে রাজনৈতিক বন্দিদশার শিকার হয়েছেন এ পর্যন্ত সাড়ে ১৭ হাজার মানুষ। আর, দারিদ্র্যসীমার নিচে বাস করছে দেশটির অর্ধেক জনগোষ্ঠী।

/এসএইচ

Exit mobile version