Site icon Jamuna Television

নাকের পাশ থেকে চশমার দাগ ওঠাবেন যেভাবে

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে চশমা পরলে নাকের দু’পাশে দাগ হয়ে যায়। বাড়তি যত্ন না নিলে ওই অংশের ত্বক ধীরে ধীরে রুক্ষ ও শক্ত হয়ে ওঠে।

এই দাগ ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়েই তুলে ফেলা যায়। চলুন জেনে নেয়া যাক এরকম কিছু কৌশল সম্পর্কে-

অ্যালোভেরা
চশমার দাগ তুলতে অ্যালোভেরা অত্যন্ত কার্যকর। অ্যালোভেরার পাতা কেটে ভেতরের জেল বের করে নিয়ে নাকের দাগের ওপর লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। মাসখানেক এভাবে চেষ্টা করলে দাগ চলে যাবে।

শসার রস
শসার রস চশমার এঁটে বসা কালো দাগ সহজেই তুলে দিতে পারে। রসটা চিপে নিয়ে লাগান বা শসার টুকরো দাগের ওপর ঘষুন। নিয়মিত ব্যবহারে এই দাগ চলে যাবে সহজেই।

কমলালেবুর খোসা
কমলালেবুর খোসা শুকিয়ে সেই খোসা মিহি করে গুঁড়ো করে নিন। আধা চা চামচ এই গুঁড়ো নিয়ে তাতে অল্প দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের ওপর লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলবেন।

আলুর রস
একটা ছোট আলু কুরিয়ে নিন। চিপে রসটা বের করে চশমার দাগের ওপরে লাগান। ১০-১৫ মিনিট লাগিয়ে রাখলে শুকিয়ে যাবে। তখন পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা কয়েকদিন রাখলেই পার্থক্যটা বুঝতে পারবেন।

/এনএএস

Exit mobile version