Site icon Jamuna Television

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত

ময়মনসিংহে নগরীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় বাবা-ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন, আবুল খায়ের (৬০) তার ছেলে ফরহাদ হোসেন (২০)।

পুলিশ জানায়, নগরীর চুরখাই এলাকায় বাড়ির পাশে জমি নিয়ে বিরোধ চলছিল আবুল খায়ের ও প্রতিবেশী কামাল হোসেনের পরিবারের মধ্যে। বুধবার বেলা ৩টার দিকে জমিতে চাষ করতে যান আবুল খায়ের ও তার লোকজন। কিন্তু জমি চাষাবাদ করতে যাওয়ার পর কামাল হোসেন তার লোকজন নিয়ে তাদের ওপর হামলা করে। এতে আবুল খায়ের, তার ছেলে ফরহাদ হোসেন, রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আবদুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আবুল ও তার ছেলে ফরহাদকে মৃত ঘোষণা করে।

এটিএম/

Exit mobile version