Site icon Jamuna Television

‘বিএনপি সবকিছুতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের রাজনীতিতে নেমেছে’

বিএনপির ছদ্মবেশী আর তাদের নেতিবাচক রাজনীতির জন্য মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি সবকিছুতে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্রের রাজনীতিতে নেমেছে।

শোকের মাসের কর্মসূচিকে কেন্দ্র করে আজ যৌথ সভা অনুষ্ঠিত হয়। ঈদুল আযহার কারণে এবার ২১ আগষ্টের আলোচনা সভা ২৬ আগষ্ট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এছাড়া শোকের মাসে বিভিন্ন আয়োজনকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের চাঁদাবাজি না করতে পারে, সে নির্দেশনা দেয়া হয়েছে।

এরশাদের ভারত সফরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন আসলে অনেকেরই ভারত প্রীতি বেড়ে যায়।

Exit mobile version