Site icon Jamuna Television

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল দম্পতির

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল স্বামী-স্ত্রীর। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারা থানাধীন সাঈদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ৭২ বছর বয়সী আব্দুল মজিদ শিকদার ও তার স্ত্রী তাসলিমা আক্তার।

প্রতিবেশীরা জানায়, আব্দুল মজিদ শিকদার স্ত্রীকে নিয়ে নিজের ফ্ল্যাটের তৃতীয় তলায় থাকতেন। ভোর সাড়ে পাঁচটার কিছু আগে হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ পান তারা। জানালা দিয়ে পাশের ভবন থেকে দেখা যায় আগুন জ্বলছে। এক পর্যায়ে দরজা ভেঙেই ভেতরে ঢুকে দেখতে পান দু’জনেই আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা গেছেন।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সময় স্বামী-স্ত্রী দু’জন ছাড়া বাসায় আর কেউই ছিল না। তাদের দুই ছেলে পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই ইতালিতে বসবাস করছেন। দু’জনের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version