Site icon Jamuna Television

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ গ্রেফতার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে তাকে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে এ তত্য জানায় র‍্যাব। ১৯৭১ সালের ২১ আগস্ট নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাড়হা গ্রামের আব্দুল খালেকসহ ৯ জনকে গুলি করে হত্যা করে মজিদ ও তার সহোযোগীরা। হত্যার পর মৃতদেহ কংস নদীতে ভাসিয়ে দেয়া হয়।

২০১৪ সালে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা করেন শহীদ আব্দুল খালেকের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল কাদের। তখন থেকেই পলাতক ছিলেন মজিদ। একাত্তরে মজিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, নির্যাতন, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী সাতটি অভিযোগ ছিল। মজিদ মুক্তিযুদ্ধের সময় নেজামে ইসলামীর নেতা হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত হন।

মামলা দায়েরের পর মাদারীপুরে গিয়ে আত্মগোপন করেন মজিদ। সেখানে একটি কামিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। আর পরিচয় গোপন রাখতে জনসমাগম এড়িয়ে চলতেন তিনি।

/এমএন

Exit mobile version