Site icon Jamuna Television

এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২৬৬ টাকা

গ্রাহক পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ২৬৬ টাকা বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ১২৩২ টাকা থেকে ১৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দর নির্ধারণের কথা জানায়। নতুন দর আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে, গত ২ জানুয়ারি ১২ কেজি এলপিজির দাম ৬৫ টাকা কমানো হয়। তার আগের মাস ডিসেম্বরে ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

/এমএন

Exit mobile version