Site icon Jamuna Television

শিশুর জন্য লাগবে আলাদা টিকিট, রেগে কাউন্টারেই বাচ্চাকে ফেলে গেলেন বাবা-মা

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে গিয়ে শিশুর জন্য আলাদা টিকিট কিনতে হবে শুনে বাচ্চাকে চেক ইন কাউন্টারে ফেলেই চলে গেলেন এক দম্পত্তি। খবর খালিজ টাইমস’র।

ঘটনাটি ঘটেছে ইসরায়েলের তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই দম্পতি তাদের শিশু সন্তানের জন্য টিকিট না কিনে বরং তাকে চেক-ইন কাউন্টারে ফেলে যান।

ওই পরিবার রায়ানএয়ারের একটি ফ্লাইটে করে তেলআবিব থেকে বেলজিয়ামের ব্রাসেলস যাচ্ছিল। রায়ানএয়ারের চেক ইন ডেস্কে আসার পর তারা জানতে পারেন, তাদের শিশু সন্তানের জন্যও টিকিট কিনতে হবে। তখন কাউন্টারেই কথা কাটাকাটি শুরু করেন এই দম্পতি। তারপর সন্তানকে সেখানে ফেলে রেখেই ফ্লাইটে ওঠার জন্য এগিয়ে যান তারা।

পরে ওই দম্পতিকে ধরে এয়ারপোর্টের কর্মীরা তাদের সন্তান নিয়ে যেতে বলেন। ঘটনা খতিয়ে দেখতে নিরাপত্তা কর্মকর্তা এবং পুলিশকে খবর দেয়া হয়।

/এনএএস

Exit mobile version