Site icon Jamuna Television

এক দশকে সবচেয়ে বড় বিক্ষোভ যুক্তরাজ্যে

জীবনযাত্রার মান বেড়েছে অত্যাধিক। তাই বেতন সমন্বয়ের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্রিটেন। গত এক দশকের মধে এবারই সবচয়ে বড় জনরোষের মুখে পড়েছে যুক্তরাজ্য। খবর সিএনএন এর।

বুধবার (১ ফেব্রুয়ারি) সবচেয়ে বড় শিল্প ধর্মঘট পালন করেছে যুক্তরাজ্যের সাধারণ মানুষ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে এদিন দেশটিতে পালিত হয় এই ধর্মঘট। কর্মসূচির অংশ হিসেবে বন্ধ রাখা হয় হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত রাখা হয় ট্রেন চলাচলও।

এ বিক্ষোভে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, সরকারি কর্মকর্তা, সীমান্ত কর্মকর্তা এবং ট্রেন ও বাস ড্রাইভারসহ হাজার হাজার কর্মী। আন্দোলনকারীরা জানান, গেল এক দশকে প্রকৃত মজুরির হার কমেছে। সাম্প্রতিক মুদ্রাস্ফীতি এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়েছে যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এরই মধ্যে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ দেখেছে দেশটি।

এসজেড/

Exit mobile version