Site icon Jamuna Television

বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছিল: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। ফাইল ছবি।

বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে কৃষকলীগের শান্তি সমাবেশে তিনি এ দাবি করেন। বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিএনপি ও জামায়াত চোখে দেখে না। লন্ডনে বসে বিএনপির কলকাঠি নাড়া হচ্ছে।

এ সময় বিএনপিকে নির্বাচনে এসে গণতান্ত্রিক সরকারের কথা বলার আহ্বান জানান হানিফ। আরও জানান, নির্বাচন কমিশন যোগ্যতার সাথে কাজ করছে।বিএনপি মানুষের হক মেরে খায়। বিএনপিকে জনগণ চায় না। এজন্য নির্বাচন বানচাল করার চক্রান্ত করছে বিএনপি।

/এমএন

Exit mobile version