Site icon Jamuna Television

৫০ হাজার বছর পর বিরল সবুজ ধূমকেতু দেখা যাবে আজ

ছবি: সংগৃহীত

৫০ হাজার বছর পর বিরল সবুজ ধূমকেতু দেখার সুযোগ পাবে পৃথিবীবাসী। এর আগে প্রস্তর যুগের আকাশে এ ধূমকেতু দৃশ্যমান হয়েছিল। গত বছরের ২ মার্চ সবুজ এই ধূমকেতুটি আবিষ্কৃত হয়। খবর টাইমস নাও’র।

নাসার গবেষকেরা এই ধূমকেতুটির নাম দিয়েছেন সি/ ২০২২ ই৩ (জেটিএফ)। ধূমকেতুটির সূর্যের চারপাশে একটি কক্ষপথ রয়েছে, যা সৌরজগতের বাইরের দিকে চলে গেছে। এ কারণেই সূর্যকে প্রদক্ষিণ করতে এত দীর্ঘ সময় লাগে।

বিজ্ঞানীরা বলছেন, বরফাচ্ছাদিত ধূমকেতুটি বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে পৃথিবীর কাছ দিয়ে যাবে। মহাকাশসংক্রান্ত তথ্যদাতা প্রতিষ্ঠান আর্থস্কাই জানিয়েছে, এ সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে ৪ কোটি ২০ লাখ কিলোমিটার থেকে ৪ কোটি ৪০ লাখ কিলোমিটার।

উত্তর তারা বা পোলারিস নামের নক্ষত্রের কাছে হালকা সবুজ ধোঁয়া হিসেবে পর্যবেক্ষকেরা ধূমকেতুটি দেখতে পাবেন। মধ্যরাতের পর চাঁদ হেলে পড়লে উত্তর গোলার্ধের পর্যবেক্ষণকারীরা এই ধূমকেতু দেখতে পাবেন। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও এটি দেখা যাবে।

/এনএএস

Exit mobile version