Site icon Jamuna Television

৪ রুশ কূটনীতিককে বহিস্কার করছে অস্ট্রিয়া

চারজন রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। আন্তর্জাতিক চুক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করাকে কারণ হিসেবে বলা হয়েছে। এ ধরনের কারণ সাধারণত গুপ্তচরবৃত্তির ক্ষেত্রে বলা হয়ে থাকে। খবর রয়টার্সের।

দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে ২ জন কূটনীতিককে ব্যক্তিত্বহীন বলেও উল্লেখ করেছে এবং আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের দেশ ত্যাগের নির্দেশ জারি করেছে। এছাড়া বহিষ্কৃত অপর দুইজন ভিয়েনায় জাতিসংঘের মিশনে কর্মরত আছেন। তবে মন্ত্রণালয় সুনির্দিষ্টভাবে কূটনীতিকদের বহিস্কারের কারণ ব্যাখ্যা করেনি।

ভিয়েনা বিশ্বের গুরুত্বপূর্ণ কূটনীতিক কেন্দ্র। যেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা কাজ করে থাকে।

এটিএম/

Exit mobile version