Site icon Jamuna Television

আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেলো বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তির ৪৭৬ মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৯৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে এই অর্থ যুক্ত হয়েছে। জানা গেছে, এদিন সকালে বাংলাদেশে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ঋণের প্রথম কিস্তি জমা হবার পর বেড়েছে রিজার্ভের অংক। দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

এর আগে, বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেয়ার প্রস্তাবটি অনুমোদনের জন্য আইএমএফ এর নির্বাহী পর্ষদে উঠে। গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফের নির্বাহী বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। ওইদিনই জানানো হয়, ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তাব অনুমোদের পরই আনুষ্ঠানিকভাবে ঋণের বিষয়ে আইএমএফ এ তথ্য জানায়।

সাড়ে ৪ বিলিয়ন ডলারের আইএমএফের ঋণের পুরো অর্থ পেতে সময় লাগবে সাড়ে তিন বছর। দুইটি ভাগে ছাড় হবে ঋণের অর্থ। এর একটি অংশ অর্থনৈতিক নীতি সহায়তা, অন্যটি জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ব্যয় করা যাবে। ২ দশমিক ২ ভাগ হারে দিতে হবে সুদ।

/এমএন

Exit mobile version