Site icon Jamuna Television

আমি নিজেই সরে গিয়েছিলাম: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ‘নিখোঁজ’ প্রার্থী আবু আসিফ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

পরিবার থেকে নিখোঁজ দাবি করা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ নিজ বাড়িতে ফিরেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্ত্রীকে সাথে নিয়ে ঢাকা থেকে আশুগঞ্জের বাসায় ফেরেন তিনি। নিখোঁজের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে আবু আসিফ আহমেদ বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় আমি চাপ অনুভব করছিলাম। তাই সরে গিয়েছিলাম। নির্বাচন শেষ হওয়ায় আমি ফিরে এসেছি।

তার স্ত্রী মেহেরুন নিসা মেহরিন বলেন, এমনটা করার কারণ জানতে চাইলে তিনি আমাকে জানান, তিনি অনেক ভয় পাচ্ছিলেন। তার হাতে মোবাইল ছিল না। সেজন্যে কারোর সাথে যোগাযোগ করেননি। অন্য নম্বর থেকেও ফোন দেয়ার সাহস পাননি। আমাকে বলেছেন আতঙ্কে ছিলেন। যেহেতু ইলেকশন শেষ, আতঙ্ক নেই। তাই চলে এসেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করেন।

আরও পড়ুন: অবশেষে সন্ধান মিলেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ‘নিখোঁজ’ প্রার্থী আবু আসিফের

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ইমেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন।

এদিকে এই আসন থেকে নির্বাচনে জয়ী হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদকে ছাড়াই বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

/এনএএস

Exit mobile version