Site icon Jamuna Television

কক্সবাজারে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু

ভারি বৃষ্টিপাতের কারণে কক্সবাজারে আলাদা দুটি পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। ভোরে কক্সবাজার শহর ও রামুর পানের ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় পাহাড় ধসে জামাল হোসেনের চার সন্তান মাটি চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আবদুল হাই, খাইরুল, পাপিয়া ও মর্জিয়া। এদিকে রামু উপজেলার পানেরছড়া এলাকায় পাহাড় ধসে মোর্শেদ আলম নামের এক শিশু মারা গেছে।

Exit mobile version