Site icon Jamuna Television

বলিউডের ছবি দেশে মুক্তির ক্ষেত্রে পরিচালক সমিতির শর্ত

হিন্দি সিনেমা আমদানি নিয়ে এরই মধ্যে শিল্পী সমিতি আমদানির পক্ষে মত দিয়েছেন। তবে সেক্ষেত্রে দশ শতাংশ দাবি করা হয়েছে। এবার পরিচালক সমিতির পক্ষ থেকে বলিউডের সিনেমা আমদানিতে শর্ত জুড়ে দেয়া হয়েছে।

মূলত শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি বিশ্বজুড়ে মুক্তির পর থেকেই বলিউড সিনেমা বাংলাদেশে মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ নিয়ে শিল্পী সমিতি থেকে শুরু করে পরিচালক সমিতি সকলেই নিজ নিজ দাবি জানিয়ে যাচ্ছেন।

পরিচালক সমিতির পক্ষ থেকে প্রস্তাবকৃত শর্তগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শনে মাসের প্রথম দুই সপ্তাহ হলগুলোতে হিন্দি সিনেমা চালানো যাবে না। বছরের দুই ঈদে মুক্তি দেয়া যাবে না কোনো হিন্দি সিনেমা। বছরে ৬ থেকে ১০টি হিন্দি সিনেমা আসতে পারবে। আমদানির মেয়াদকাল হবে দু’বছর।

এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে এই শর্তগুলো নিয়ে একমতে আসেন নির্মাতারা। হিন্দি সিনেমা মুক্তির পুরো প্রক্রিয়া নিয়ে বৈঠক হয়েছে তাদের মধ্যে। সিদ্ধান্তগুলো শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে বলে জানা গেছে।

এসজেড/

Exit mobile version