Site icon Jamuna Television

বিয়ের ৮ বছর পর পিতৃত্বের স্বাদ পেলেন দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি

ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রিয়া মোহনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিয়ের ৮ বছর পর বাবা-মা হলেন এই তারকা জুটি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া। বাবা হওয়ার আনন্দের খবর ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন অ্যাটলি।

‘বিগিলি’ খ্যাত এই পরিচালক বাবা হওয়ায় বেশ উচ্ছ্বসিত। পিতৃত্বের নতুন অভিজ্ঞতায় কৃতজ্ঞতাও জানান তিনি। ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটলি-প্রিয়াকে। তালিকায় আছেন— সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, কীর্তি সুরেশ ও আরতি রবি।

২০১৪ সালের ৯ নভেম্বর বিয়ে করেন প্রিয়া-অ্যাটলি। আট বছর পর প্রথম সন্তানের বাবা-মা হলেন তারা।

এসজেড/

Exit mobile version