Site icon Jamuna Television

ভালোবাসা দিবসে নেটফ্লিক্সের বড় চমক, একসাথে বলিউডের ৩৫ তারকা

ভালোবাসা দিবসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসতে যাচ্ছে বড় এক চমক। যেখানে একসাথে দেখা যাবে বলিউডের ৩৫ জন তারকাকে। যার মধ্যে আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ-আমির-সালমান, কাজল, রানি মুখার্জি, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ ও হৃতিক রোশনের মতো সুপারস্টারেরা।

মূলত নেটফ্লিক্সে এদিন মুক্তি পেতে চলেছে একটি সিরিজ, যার নাম ‘দ্য রোম্যান্টিকস’। বলিউডের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা যশ চোপড়ার কালজয়ী সিনে যাত্রা নিয়ে একটি ডকু-সিরিজ এটি। যেখানে তার এবং ছেলে আদিত্য চোপড়ার সিনেমার শিল্পীরা সাক্ষাৎকার দিয়েছেন।

সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশিত হয়েছে। তিন প্রজন্মের তারকার সমন্বয় করা হয়েছে এ সিরিজে। তবে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাবে আদিত্য চোপড়াকে। সিরিজটি নির্মাণ করা হয়েছে চারটি পর্বে। পরিচালনা করেছেন স্মৃতি মুন্ধ্রা। ১৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

এসজেড/

Exit mobile version