Site icon Jamuna Television

গ্র্যামির ৬৫তম আসরের দায়িত্বে যারা

সঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর গ্র্যামির ৬৫তম আসরের পুরস্কার প্রদানের দায়িত্বে থাকা শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মূল অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় উপস্থাপক ট্রেভর নোয়াহ। পুরস্কার ঘোষণার দায়িত্বে থাকবেন গ্র্যামি জয়ী কার্ডি বি, জনপ্রিয় ব্রিটিশ উপস্থাপক করডেন।

এবারের গ্র্যামি মনোনীত হয়েছেন বিলি ক্রিস্টাল ও ভায়োলা ডেভিস, ৩ বার গ্র্যামিজয়ী অলিভিয়া রদ্রিগো, ৫ বার জয়ী শানিয়া টোয়েন, ‘দ্য রক’ খ্যাত হলিউড তারকা ডোয়াইন জনসন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। গ্র্যামির রাতে মঞ্চ মাতাবেন ব্যাড বানি, লিজো, ব্র্যান্ডি কার্লাইল, মেরি জে. ব্লিজ, কিম পেট্রাস এবং স্যাম স্মিথ, লুক কম্বস এবং স্টিভ লেসি। সাথে হ্যারি স্টাইলস’র নামও যুক্ত হয়েছে।

এবার বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড নাইট’ নিয়ে। ৫ ফেব্রুয়ারি রাতে লস এঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরিনা থেকে সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এসজেড/

Exit mobile version