Site icon Jamuna Television

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিল্পী আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, জেনেভা ক্যাম্পে পাঁচতলার একটি বাসায় ভাড়া থাকতেন শিল্পী আক্তার নামে ওই নারী। ভেজা কাপড় মেলতে বাসার ছাদে ওঠার পর একসময় পাশের দ্বিতীয় তলা টিন শেডের ওপরে পড়ে যান তিনি।

নিহতের বাবা মো. সেলিম সাংবাদিকদের জানান, বিকেলে পাঁচ তলার ছাদে কাপড় মেলতে যায় শিল্পী। এ সময় অসতর্কতাবশত পাশের টিনশেড ঘরের ওপর পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউএইচ/

Exit mobile version