Site icon Jamuna Television

মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩ অনুষ্ঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আকাশে ডানা মেলার ৫১ বছর পূর্তিতে অনুষ্ঠিত হলো ‘মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’। সংস্থাটির গৌরবময় পথচলা স্মরণীয় করে রাখতেই এ আয়োজন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর হাতিরঝিলে সাড়ে ৭ কিলোমিটার ও ২১ দশমিক ১ কিলোমিটার এই দুই ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশি-বিদেশের প্রায় দুই হাজার প্রতিযোগী।

প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। হাতিরঝিল এম্ফিথিয়েটারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, ম্যারাথনের মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশ বিমান সম্পর্কে জানবে। যাত্রীসেবার মানে বিমান অনেক এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিমানের আধুনিকায়নে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version