Site icon Jamuna Television

জাবিতে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিক্ষার্থী লাইফ সাপোর্টে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এ সময় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের মওলানা ভাসানী হলের কাছে এ ঘটনা ঘটে। আহত জাহিদের কয়েকজন বন্ধু ও অন্যান্য শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গুরুতর আহত জাহিদ ক্যাম্পাসের কাছে ‘গেরুয়া’ নামক এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে কয়েক গজ দূরে টেনে নিয়ে যায়। দর্শন বিভাগের ফেরদৌস মাহমুদ নিয়ন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

জাহিদের বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল চিকিৎসকদের বরাত দিয়ে বলেছেন, জাহিদের অবস্থা ভালো না। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার মাথার ডান পাশে ফাটল রয়েছে। মাথার বাম পাশে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে।

ইউএইচ/

Exit mobile version