Site icon Jamuna Television

কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পার্বত্যমন্ত্রীর এপিএস আহত

ছবি: প্রতীকী

রাজধানীর কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত এগারোটায় এ ঘটনা ঘটে।

রাজধানীর বেইলি রোডের পার্বত্যমন্ত্রীর বাসভবন হতে দাফতরিক কাজ শেষে ফার্মগেটে নিজ বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

এপিএসকে বহনকারী গাড়িটি কাওরান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। এপিএস এ সময় ছিনতাইকারীকে বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরির আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ইউএইচ/

Exit mobile version