Site icon Jamuna Television

শাহজালাল বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জিপিও সর্টিং অফিসে অভিযান চালিয়ে অভিনব কায়দায় আনা আমদানি নিষিদ্ধ ৫৫৬৮ শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দারা। ৩৪৮টি মিনিকার্টনে করে এসব সিগারেট নিয়ে আসা হয়। শুল্ক করসহ আটককৃত সিগারেটের বাজার মূল্য প্রায় ১ লক্ষ বিশ হাজার টাকা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই শুল্ক গোয়েন্দারা জিপিও সর্টিং অফিসে বিশেষ নজরদারি বসায়। পরবর্তীতে সকাল ১১টায়  স্ক্যানিং করে উক্ত সিগারেটগুলো শনাক্ত করা হয়। দুধ ঘোষণা দিয়ে ল্যাক্টোজেন, সেরেলাক, কর্ন ফ্লেকস- এর কার্টনে সিগারেটগুলো নিয়ে আসা হয়।

আমদানি নিষিদ্ধ ‘ব্ল্যাক’ ব্র্যান্ডের সিগারেটগুলো মালয়েশিয়া হতে আসে। প্রাপক, চট্টগ্রামের জনৈক মো. রাজ্জাক। আমদানি নীতি আদেশ অনুযায়ী প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ বার্তা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর থাকা উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) ফাঁকি দিতেই অবৈধভাবে সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বরে জিপিও সর্টিং অফিস থেকে ১৬,০০০ শলাকা সিগারেটের একটি  চালান আটক করেছিল শুল্ক গোয়েন্দারা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version