Site icon Jamuna Television

শীর্ষ ২০ ধনীর তালিকা থেকেও ছিটকে গেলেন আদানি

মাত্র ৮ দিনে ১০ হাজার কোটি ডলার হারালো ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। ফলে বিশ্বের শীর্ষ ২০ ধনকুবেরের তালিকা থেকেও ছিটকে গেছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। বর্তমানে ২২তম অবস্থানে তিনি। খবর ফোর্বসের।

শুক্রবারও (৩ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে লেনদেন শুরুর পর রেকর্ড দরপতন দেখে আদানি গ্রুপের শেয়ার। বাজার বিশ্লেষকদের দাবি, মাত্র একদিনে ১৯ বিলিয়ন ডলার খুইয়েছে শিল্প গোষ্ঠীটি। সবমিলিয়ে ১০ হাজার ৮০০ কোটি ডলারের বেশি মুনাফা হারালো তারা। যার প্রেক্ষিতে নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত করেছে গ্রুপটি।

গৌতম আদানির ব্যক্তিগত সম্পদও ১২৪ থেকে ৫৫ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। অথচ জানুয়ারিতেও তিনি ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে গুরুত্ব পায় ইস্যুটি। শুধু তাই নয়, পার্লামেন্টের অধিবেশনেও বিরোধী দলগুলো আদানি ইস্যুতে সোচ্চার ছিলেন।

শেয়ার জালিয়াতি ও প্রতারণার অভিযোগ যাচাইয়ে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেছেন বিরোধী দলগুলো। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ধনকুবের গৌতম আদানির সম্পর্কও খতিয়ে দেখার দাবি তাদের। সম্প্রতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের এক প্রতিবেদনে উঠে আসে আদানি গ্রুপের জালিয়াতির নানা তথ্য। এরপর থেকেই অকল্পনীয় ধস দেখছে আদানি গ্রুপ।

এসজেড/

Exit mobile version