Site icon Jamuna Television

মাঝ আকাশে ভারতীয় বিমানের ইঞ্জিনে আগুন

আবুধাবি থেকে টেকঅফের কিছুক্ষণ পরই জরুরি অবতরণ করেছে ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানটি টেক অফের পরই এর একটি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই সেটিকে ফের আবুধাবিতে ফিরিয়ে এনে জরুরি অবতরণ করানো হয় বলে জানা গেছে। খবর এনডিটিভির।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ১ হাজার ফিট উচ্চতায় পৌঁছানোর পর সেটির এক নম্বর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সাথে সাথেই জরুরি অবস্থা ঘোষণা দিয়ে বিমানটি আবু ধাবিতে ফিরিয়ে আনা হয়।

ওই সময় বিমানটিতে ১৮৪ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে ডিজিসিএ। তাদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে দেশীয় সংস্থার বিমানগুলোতে ৫৪৬ বার প্রযুক্তিগত গোলোমাল হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানে প্রযুক্তিগত গোলোযোগ দেখা দিয়েছে ৬৪ বার। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা।

এসজেড/

Exit mobile version