Site icon Jamuna Television

কুষ্টিয়ায় নদীতে ডুবে মাদরাসা ছাত্র নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় নদীতে ডুবে হাসান নামে ১৫ বছর বয়সী এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ হাসান কুষ্টিয়া বটতৈল এলাকার রাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগে প্রথম বর্ষের ছাত্র।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গড়াই নদীতে এই ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার সকালে পাঁচ বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে যায়। এ সময় সাথে থাকা অন্যরা সাঁতরে নদী পার হয়ে গেলেও পানিতে তলিয়ে যায় মাদরাসা ছাত্র হাসান।

পরে অন্যরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানায়। স্থানীয়রা কুষ্টিয়া জেলা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজ ওই মাদরাসা ছাত্রকে।

এসআই/

Exit mobile version