Site icon Jamuna Television

চীনে অফিস খুলছে ফেসবুক

প্রথমবারের মতো চীনে নিজস্ব অফিস প্রতিষ্ঠা করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে বিভিন্ন জটিলতার কারণে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির রেজিষ্ট্রেসন আটকে থাকলেও সম্প্রতি লাইসেন্স পেয়েছে ফেসবুক।

২০০৯ সাল থেকে চীনের সাধারণ জনগণের উপর ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে দেশটির সরকার। এছাড়া ইউটিউব, টুইটারসহ বেশকিছু জনপ্রিয় যোগাযোগ মাধ্যমও বন্ধ রয়েছে। সেখানকার নাগরিকরা শুধুমাত্র সরকার নিয়ন্ত্রিত কিছু অ্যাপস ব্যবহার করতে পারেন।

বিশ্বের সবচাইতে বড় মিডিয়ার বাজার চীনে। ফেসবুকের এই উদ্যোগ চীনের অর্থনীতি ও অনলাইন বাজারে ব্যাপক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। ইতিমধ্যে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ চীনের বিভিন্ন কর্মকর্তার সাথে বৈঠক করেছেন। এরই সঙ্গে তিনি চীনা ও ম্যানডারিন ভাষা শেখা শুরু করে দিয়েছেন।

Exit mobile version