Site icon Jamuna Television

মুক্তি পেলো ‘বুবুজান’ এর টিজার

বুবুজান সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, শান্ত খান ও সালওয়া।

প্রকাশিত হয়েছে নারী নির্যাতন নিয়ে নির্মিত সিনেমা ‘বুবুজান’ এর টিজার। সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমায় ‘বুবুজান’ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।

টিজার মুক্তি প্রসঙ্গে অভিনেতা শান্ত খান বলেন, সিনেমাটি গল্প নির্ভর। মান্না স্যারের ‘আম্মাজান’ ছবির মতো উনি যেমন মায়ের জন্য; মা বলতে পাগল- তেমন আমিও এ সিনেমায় বোন বলতে পাগল। আর সালওয়া আমার নায়িকা। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।

পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশে বলতে চাই- আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেস মুড নিয়ে বাসায় ফিরবেন। ছবিতে সুন্দর একটা ম্যাসেজ এবং টুইস্ট আসে। আশা করছি সবার ভাল লাগবে।

/এসএইচ

Exit mobile version