Site icon Jamuna Television

এবার সাইফের সাথে দাম্পত্য নিয়ে মুখ খুললেন কারিনা!

দুই ছেলেকে নিয়ে ব্যস্ত সময় পার করেন কারিনা কাপুর খান। সাথে আবার রয়েছে ক্যারিয়ার। সব দিকেই সামাল দিতে হয় তাকে। কিন্তু কী করে তাল মেলাচ্ছেন এই জীবনের সাথে এবার মুখ খুললেন তিনি। খবর আনন্দবাজারের।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কারিনা জানান, তার পরিবারের সাথে তার পরিবারের আড্ডা শুরু হলে তা বেশ জমে ওঠে। কাপুর পরিবারের মোটামুটি সবাই সিনেমা জগতের সাথে যুক্ত। সাইফের সাথে আড্ডায় বেশি কথা হয় সিনেমা আর খাবার নিয়ে। কারিনার ভাষায়, যখন আমরা আড্ডা দেই, সাইফ আমাকে দেশ বিদেশের নানা তথ্য দিয়ে চমকে দেয়। আমি ওর কাছে কৃতজ্ঞ, আমাকে এত কিছুর স্বাদ দেয়ার জন্য।

ছোট ছেলে জাহাঙ্গির নাকি হয়েছে কারিনার মতো। মা বলেন, সেও নাকি কারিনার মতোই বকবক করে। ভারী মিশুক সে। খেলতে ভীষণ ভালোবাসে। এসবের মধ্যেই নিজের অভিনয়ের ক্যারিয়ার আর পারিবারিক জীবন উপভোগ করছেন করিনা।

এটিএম/

Exit mobile version