Site icon Jamuna Television

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

দ্বিতীয় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। গায়ানায় দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। কারণ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে তারা।

এদিকে দ্বিতীয় ম্যাচেও জয়ের ফর্মুলা হিসেবে ব্যাটসম্যানদের সাফল্য কামনা করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সবকিছু ঠিক থাকলে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামাবে মাশরাফীর দল। অন্যদিকে গেইল, লুইসরা জ্বলে উঠতে পারলে ঘুরে দাঁড়াতে পারে স্বাগতিকরাও।

এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৯টি ম্যাচে। এতে ১৯ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে বাংলাদেশের জয় ৮। মুখোমুখি শেষ দশ লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য বলছে সমান ৫ জয় দুই দলেরই।

অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, আমরা যখন খেলতে নামি, অবশ্যই চাই প্রতিটি ম্যাচই জিততে। ওয়েস্ট ইন্ডিজে গায়ানার উইকেটিই কেবল স্পিন সহায়ক। আমরা সেটি নিয়েই চিন্তা করছি। পরের ম্যাচ সেন্ট কিটসে। সেখানে ওদের সুবিধা বেশি থাকবে। ভালো ব্যাটিং উইকেট হবে। রান ওখানে বেশি হবে, মাঠ ছোট। আমাদের চেষ্টা থাকবে যেন এখানেই যতটা সম্ভব ভালো করতে পারি।

আগের ম্যাচে কাজে আসেনি ক্রিস গেইল-রাসেল-লুইসদের অভিজ্ঞতা। সিরিজে ফিরতে নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে স্বাগতিকরা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে স্লো-বাউন্সি উইকেটে তাই আরও সতর্ক থাকতে হবে টাইগার বোলিং অ্যাটাককে।

Exit mobile version