Site icon Jamuna Television

নারী ভোটার হিসেবে নিবন্ধিত ট্রাম্প-জামাতা কুশনার!

জেরাড কুশনার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার স্বামী। তিনি মার্কিন সাম্রাজ্যের রাজার জামাইবাবাজি।  হঠাৎই প্রশ্ন উঠেছে কুশনারের লিঙ্গ পরিচয় নিয়ে। আর এ প্রশ্ন উঠেছে জেরাড কুশনার একজন নারী ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ায়।

গত আট বছর ধরে কুশনারের ভোটার আইডি কার্ডের লিঙ্গ সম্পর্কিত ঘরে লেখা ছিল ‘নারী’। একটি সংবাদপত্র ছবিসহ এই আইডি কার্ড প্রকাশ করলে ঘটনাটি সবার চোখে আসে এবং বিতর্কের সৃষ্টি হয়। অনেক সমালোচক বলছেন, জালভোট দেয়ার জন্যই  এরকম তথ্য দিয়েছেন কুশনার।

তবে এ ব্যাপারে কুশনারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।  জানা যায়নি কিভাবে ঘটলো এহেন ঘটনা। যদিও মার্কিন প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্বরত জ্যারেড কুশনারের এ ধরনের ভুল এটাই প্রথম নয়। এরআগে, গত জুলাইতে তার নিরাপত্তা সংক্রান্ত কাগজপত্র পূরণে বারবার ভুল করেন তিনি। এমনকি স্নাতক ডিগ্রির তথ্যও প্রদানেও করেন বড় রকমের ভুল।

টিবিজেড/টিএফ

Exit mobile version