Site icon Jamuna Television

‘পরিধানযোগ্য কেক’ বানিয়ে এবার বিশ্বকে তাক লাগালো সুইস বেকার (ভিডিও)

সাদা গাউন পরে হাঁটছেন এক নারী। আর তার পোশাক কেটেকেটে খাচ্ছেন অতিথিরা। তারা আসলে পোশাক খাচ্ছেন না। খাচ্ছেন, পোশাকের আদলে বানানো কেক। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

এমনই কেক বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের এক কেক নির্মাতা নারী নাতাশা কোলিন কিম ফাহ লি ফোকাস। আর এরইমধ্যে কেক খাওয়ার এই ভিডিও নেট দুনিয়ায় পাকিয়েছে তালগোল। এমনকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও উঠিয়েছেন তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গেলো ১৫ জানুয়ারি সুইজারল্যান্ডের রাজধানী বার্নে এক প্রদর্শনীতে কেক দিয়ে তৈরি পোশাকটি পরে দেখান তিনি। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এর একটি ভিডিও প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়, সবচেয়ে বড় পরিধানযোগ্য কেক ড্রেস। এর ওজন ১৩১.১৫ কেজি, বানিয়েছেন সুইটিকেকসের কর্ণধার নাতাশা কোলিন কিম ফাহ লি ফোকাস।

ইনস্টাগ্রামে প্রকাশের পর ইতোমধ্যে প্রায় ১৪ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকে মন্তব্য করছেন। নাতাশা ২০১৪ সাল থেকে সুইটিকেকস বেকারিটি পরিচালনা করছেন। এ পর্যন্ত বিভিন্ন ধরনের কেক বানিয়ে বিক্রি করেছেন তিনি।

এটিএম/

Exit mobile version