Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় পানি সঙ্কটে নাকাল জনজীবন

দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ সঙ্কটে এমনিতেই জনজীবন অতিষ্ঠ। এর সাথে যোগ হয়েছে মরার ওপর খরার ঘা পানির সঙ্কট। বিদ্যুৎ না থাকায় মূলত সৃষ্টি হয়েছে এমন অবস্থা। খবর এএফপির

দেশটির রাজধানী জোহানেসবার্গ ও প্রিটোরিয়ার কিছু কলে একদমই পানি পাওয়া যাচ্ছে না। পাম্প স্টেশন ফিডিং রিজার্ভার এবং ওয়াটার টাওয়ারে বিদ্যুতের গোলযোগের জন্য এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক ইউটিলিটি র‍্যান্ড ওয়াটার।

একজন বাসিন্দা জানান, তিনি কর্মক্ষেত্রে গোসল সেরেছেন। কিন্তু তার সন্তানরা তা পারছে না। গোসল না করেই তারা স্কুলে যাচ্ছে। তিনি আরও জানান, মাঝে মাঝে মধ্যে রাতে পানি আসে। আবার কিছুক্ষণ পর চলে যায়। সেসময়ের মধ্যে সন্তানদের ঘুম থেকে তুলে গোসল করাতে হয়।

এদিকে তীব্র লোডশেডিংয়ের কারণে স্থবির হয়ে পড়েছে কর্মক্ষেত্র ও বাড়ির কাজ। বিদ্যুৎ না থাকায় অচল রয়েছে ট্রাফিক লাইটগুলো। রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। দুর্বল ব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দিন দিন বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হচ্ছে দেশটিতে।

এটিএম/

Exit mobile version