Site icon Jamuna Television

হিজাব আন্দোলনে সংহতি জানিয়ে কারাগারে অনশন করছেন ইরানি চিকিৎসক

ইরানে চলমান হিজাব আন্দোলনের সাথে সংহতি জানিয়ে কারাগারে অনশন করছেন এক ইরানি চিকিৎসক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই তার শুকনো শরীরের ছবি ছড়িয়ে পড়েছে। অনশনের ফলে মৃত্যু ঝুঁকিতেও রয়েছেন তিনি। খবর রয়টার্সের।

ইরানে নারীদের ওপর হিজাব আইনের কড়াকড়ির প্রতিবাদে ফরহাদ মেসামি ২০১৮ সাল থেকে জেলখানায় রয়েছেন। এরপর গেলো বছর মাহাশা আমিনির মৃত্যুর পর অক্টোবর মাস থেকে তিনি অনশন করছেন।

এদিকে ইরানের বিচার বিভাগের দাবি, ৪ বছর আগে ফরহাদ যখন অনশন করেছিলেন, ছবিগুলো তখনকার। যদিও রয়টার্স এ ছবির সত্যতা যাচাই করতে সক্ষম হয়নি।

এটিএম/

Exit mobile version