Site icon Jamuna Television

স্পাই বেলুনের জেরে ব্লিনকেনের চীন সফর স্থগিত

আকাশে নজরদারি বেলুনের জেরে চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি চীন সফরের কথা ছিল ব্লিনকেনের। খবর বিবিসির।

দুই দেশের নাজুক সম্পর্কের এই সময় ব্লিনকেনের সফরটি ছিল গুরুত্বপূর্ণ। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা ছিল ব্লিনকেনের।

চীন সফরের মাত্র এক সপ্তাহ আগে আমেরিকার আকাশে নজরদারি বেলুনটি শনাক্ত হয়। এতে কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে বাইডেন প্রশাসন।

ইতোমধ্যে এক বিবৃতিতে এই বেলুনটি তাদের বলে স্বীকার করেছে বেইজিং। তারা বলছে, বিষয়টি পরিষ্কার হওয়ার আগে বেলুনটি চীনের কিনা তা বলা যাচ্ছে না। বিষয়টিকে যুক্তরাষ্ট্র অতিরঞ্জিত করছে বলেও দাবি চীনের।

এর আগে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, চীনের একটি গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে। বেলুনটি গত কয়েকদিন ধরেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলের ওপর দিয়ে উড়ে গেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বেলুনটিকে গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিলেও জনগণের নিরাপত্তার কথা ভেবে এখনও এটিকে ভূপাতিত করা হয়নি। তবে কড়া নজরদারিতে রাখা হয়েছে।

এটিএম/

Exit mobile version